বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন। বিবিসি বাংলার সঙ্গে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি নানা বিষয় নিয়ে কথা বলেছেন, এর মধ্যে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ও ছিল।
তারেক রহমান বলেন, “প্রথমে বাংলাদেশ, তারপর অন্য কিছু। আমি আমার দেশের মানুষের স্বার্থ দেখব।” ভারতের পানির হিস্যা নিয়ে তিনি বলেন, “আমরা আমাদের পানির হিস্যা চাই এবং ফেলানী হত্যাকাণ্ডের মতো ঘটনা মেনে নেব না।”
ভারত এবং বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তারেক বলেন, "ভারত যদি বাংলাদেশে স্বৈরাচারী সরকারকে আশ্রয় দেয়, সেটা আমাদের কিছু করার বিষয় নয়। দেশের মানুষ তাদের সঙ্গে শীতল সম্পর্ক চায়, তাই আমাদের সেই সিদ্ধান্তে থাকতে হবে।”
বিএনপি যদি সরকার গঠন করে, কূটনীতির ক্ষেত্রে তাদের মূলনীতি হবে "সবার আগে বাংলাদেশ", জানিয়ে তারেক রহমান বলেন, “আমাদের প্রথম দায়িত্ব দেশের সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ রক্ষা করা।”
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ