প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৫ , ৬:৫০:১২

শাহাদাত হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী হাতিয়ায় কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে সোস্যাল মিডিয়া ও অনলাইন পোর্টালে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলা কৃষি কর্মকর্তাদের পক্ষে এক লিখিত প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় , গত ৩০ সেপ্টেম্বর দৈনিক নয়া সকাল অনলাইন পোর্টালে “হাতিয়া কৃষকের টাকা আত্মসাৎ করে উল্টো তাদের বিরুদ্ধে কর্মকর্তাদের মিথ্যাচার” শিরোনামে, এবং হাতিয়া কণ্ঠ অনলাইন পোর্টালে “হাতিয়ার কৃষকের টাকা আত্মসাৎ উল্টো মিথ্যাচারের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদসহ, ১ অক্টোবর ঢাকা মেইল অনলাইন সংস্করণে “হাতিয়ায় কৃষকদের ২০ লক্ষ টাকা আত্মসাৎ, কর্মকর্তাদের মিথ্যাচার” শিরোনামে হাতিয়া উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আবদুল বাসেত সবুজ ও উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আলতাফ হোসেন এর বিরুদ্ধে কথিত সাংবাদিক সায়েদ আহমেদ নামে একই ব্যক্তি দ্বারা প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত।
এছাড়া সায়েদ আহমেদ নামে কথিত সাংবাদিক টাকার বিনিময়ে কিছু ব্যক্তির এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছেন। বিভিন্ন সময়ে উপজেলা কৃষি অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে অনলাইন পোর্টাল ব্যবহার করে দাবিকৃত চাঁদা না পেয়ে হয়রানির চেষ্টা অব্যাহত রেখেছে। একই সংবাদ বারবার বিভিন্ন অনলাইন পোর্টালে প্রচার করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রেরণ ষড়যন্ত্রেরই প্রমাণ করে। যেসকল সংবাদ প্রচার করা হচ্ছে যা বাস্তব তথ্যের সাথে কোনো মিল নেই এবং কর্মকর্তাদের সাথে কোনো সম্পৃক্ততা নেই।
প্রতিবেদক কর্মকর্তাদের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা না পেয়ে চক্রান্তকারীর কাছ থেকে অর্থ নিয়ে ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নে কোনো তথ্য প্রমাণ ও রেফারেন্স ছাড়াই ঢালাওভাবে সংবাদ প্রচার করে বলে দাবি করেছেন হাতিয়া উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সোশ্যাল মিডিয়া ও অনলাইন পোর্টালে প্রচারিত তথ্যের কোনো অংশের সঙ্গে বাস্তবতার মিল নেই। এতে প্রকাশিত তথ্য দ্বারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। কৃষকদের কাছ থেকে টাকা আত্মসাৎ বা মিথ্যা চালান প্রদানের অভিযোগ সম্পূর্ণ অসত্য, যা একদমই ঘটেনি। সংবাদগুলো সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্য প্রণোদিত এবং সমাজিকভাবে হেয় করার দূর্ভিসন্ধিমূলক।
কর্মকর্তারা বলেন, আমরা কৃষকদের স্বার্থে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি। কোনো কর্মকর্তা বা কর্মচারী কখনোই কৃষকদের কাছ থেকে অর্থ গ্রহণ বা প্রতারণার সঙ্গে জড়িত নন। উক্ত সংবাদে যেসব অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব মিথ্যা সংবাদ প্রচার শুধু কর্মকর্তা-কর্মচারীদের মানহানি ঘটায়নি, বরং সরকারি দপ্তরের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে।
উক্ত সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা সংবাদটি প্রত্যাহার করে ভবিষ্যতে এমন অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

















