জাতীয়

মিরপুর অগ্নিকাণ্ডে প্রাণহানি: প্রধান উপদেষ্টার শোক ও সহমর্মিতা

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ , ২:১৮:৩০

শেয়ার করুন

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “নিরীহ মানুষের এমন করুণ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমরা এই শোকের সময়ে তাদের পাশে রয়েছি।”

প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও যথাযথ সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাদের খুঁজে পেতে স্বজনরা হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে বেড়াচ্ছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টার দিকেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ঘটনাস্থলে ভিড় করছেন স্বজন ও সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content