প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৫ , ৬:৩৬:০৭

যশোর, ২৮ অক্টোবর — বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় যশোরের বিখ্যাত মণিহার সিনেমা হলের সামনে স্থানীয় ভক্তসমগ্র মোমবাতি প্রজ্জ্বলন করেন। উপস্থিত ভক্তরা টর্চ, ফুল ও ছবি নিয়ে এসে নীরব প্রতিবাদ জানান এবং ন্যায়বিচারের দাবি উচ্চারণ করেন।
আয়োজনে উপস্থিত একাধিক ভক্ত বলেন, “আমরা সালমান শাহের মৃত্যুর সুষ্ঠু বিচার চাই। আসামীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।” ভক্তরা মাল্টিমিডিয়া প্ল্যাকার্ড ও ছবি হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান জানান এবং দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আহ্বান জানান।
ঘটনাস্থলে উপস্থিত ভক্তরা জানিয়েছেন, অনুষ্ঠানটি একটি নীরবতম ও সংক্ষিপ্ত মোমবাতি প্রজ্জ্বলন ছিল; এতে উত্তেজনা বা কোন ধরনের অনৈতিক ঘটনা ঘটেনি। ভক্তরা প্রয়োজনে আইনি ও সামাজিক মাধ্যমে তাদের দাবি নিয়ে অবস্থান বৃদ্ধি করার সংকট জানান।
স্থানীয়রা ধারণা করছেন, সালমান শাহের মৃত্যুর দীর্ঘকাল ধরেই অনিশ্চয়তা ও প্রশ্ন থাকায় এই ধরনের স্মরণ ও ন্যায়বিচারের দাবি পুনরায় জোরালো হচ্ছে। ভক্ত ও এলাকাবাসী আশা প্রকাশ করেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দাবি মনোযোগ দিয়ে দেখবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।











