হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জিরো পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমিরের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রব রাশেদ, শাহিন উদ্দিন শাহিন, এডভোকেট নূর হোসেন সুমন, নজরুল ইসলাম শামীম ও তসলিম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র রক্ষা ও অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান সরকারের একদলীয় শাসন, দমন-পীড়ন ও গুম-খুনের রাজনীতির বিরুদ্ধে যুবদল রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও সংগঠিত হয়ে জনগণের পাশে থাকতে হবে। আগামী দিনের আন্দোলনে যুবদল হবে রাজপথের অগ্রভাগে।
এসময় উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ