সৌদি আরবের রাজধানী রিয়াদে নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব জনাব হারুনুর রশিদ আজাদ এর সাথে প্রবাসী হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি এবি শামীম সাধারণ সম্পাদক নাইমুল হুদা সনেট সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রিয়াদে আগমনের পর হারুনুর রশিদ আজাদকে প্রবাসী নেতৃবৃন্দ ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির প্রবাসী নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি কর্মীরা।
সাক্ষাৎকালে হাতিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, প্রবাসী নেতাকর্মীদের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলোচনায় হারুনুর রশিদ আজাদ বলেন—
“হাতিয়ায় বিএনপির একটি সুসংগঠিত ও সুন্দর কমিটি গঠন করা হবে, যেখানে যোগ্য, ত্যাগী এবং দলের প্রতি নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি আরও বলেন, প্রবাসে থেকেও নেতাকর্মীদের দলের জন্য কাজ করার আন্তরিকতা প্রশংসনীয় এবং এই প্রচেষ্টা হাতিয়ার রাজনীতিকে আরও শক্তিশালী করবে।
সাক্ষাৎ শেষে উভয় নেতা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং আগামীর পথচলায় একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ