ইসরায়েলি বাহিনী ‘ফ্রিডম ফ্লোটিলা’র জাহাজগুলো আটক করেছে, যা গাজা উপকূলে নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল। এই অভিযানে অংশ নেওয়া ৮টি জাহাজ এবং তাদের সাথে থাকা শতাধিক অধিকারকর্মী, যাদের মধ্যে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমও আছেন, ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফ্লোটিলার ৮টি জাহাজ আন্তর্জাতিক জলসীমায় আটক করা হয় এবং দেড়শো স্বেচ্ছাসেবীকে আটক করা হয়। শহিদুল আলমসহ আটককৃতরা বর্তমানে ইসরায়েলে আছেন।
ফ্রিডম ফ্লোটিলার জাহাজগুলো ইতালি থেকে যাত্রা শুরু করেছিল, এবং গাজার হাসপাতালগুলোর জন্য মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল। ইসরায়েলি বাহিনী তাদের আটক করার পর, অভিযানে অংশ নেওয়া অধিকারকর্মীরা অজানা স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
তুরস্ক এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে ‘সমুদ্র ডাকাতি’ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ