মো:রিয়াজুল ইসলাম,স্টাফ রিপোর্টার- সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিমুল গাজী (১৩) নামের এক কিশোরকে নৃশংসভাবে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পাটকেলঘাটা থানার আছিমতলা গ্রামে। আহত শিমুল গাজীর পিতা মিজানুর গাজী জানায় সামান্য নারিকেল পাওয়াকে কেন্দ্র করে শিমুল গাজীকে পরিকল্পিতভাবে একটি কক্ষের দরজা দিয়ে লোহার রড দিয়ে বেধড়ক মারধর শামীম আলী , জালাল মোড়ল , সালাউদ্দীন মোড়ল , আলাউদ্দীন মোড়ল , ও ইমন মোড়ল নামে পাঁচজন আসামী । প্রতিবেশীরা জানায় শিমুল গাজীর চিৎকারে তার চাচা-চাচী ঘটনাস্হলে গিয়ে তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও বেধড়ক পিটিয়েছে উক্ত আসামীরা পরবর্তীতে কিশোর শিমুল গাজীকে এলাকাবাসী উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে । ঘটনাটি নিয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ