আলোচিত সংবাদ

সালমান শাহ হত্যা মামলা: দ্রুত বিচার দাবিতে ভক্তদের মানববন্ধনের ঘোষণা

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫ , ১২:৫২:৩০

শেয়ার করুন

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে আবারও উত্তপ্ত আলোচনার জন্ম দিয়েছে নতুন হত্যা মামলা।

সম্প্রতি সালমান শাহের পরিবার রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে, যেখানে প্রধান আসামি করা হয়েছে সালমানের সাবেক স্ত্রী সামিরা হককে।
এছাড়া গডফাদার আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ মোট ১১ জনের নাম মামলার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরিবারের অভিযোগ, সালমান শাহের মৃত্যু আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এই মামলার দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবিতে ‘সালমান শাহর ভক্তবৃন্দ’ সংগঠনের উদ্যোগে আগামী ১ নভেম্বর (শনিবার) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে,

> “সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও প্রকৃত তদন্ত এখনো শেষ হয়নি। অপরাধীরা ধরা না পড়ায় ন্যায়বিচার থেকে আমরা বঞ্চিত।”

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সালমানপ্রেমীরা মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন।

আয়োজক কমিটির এক সদস্য বলেন,

“সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের নবজাগরণের প্রতীক। তার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।”


শেয়ার করুন

আরও খবর

Sponsered content