আন্তর্জাতিক

সেবুতে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৬

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২৫ , ৩:৪২:৪৫

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক –

ফিলিপাইনের সেবু দ্বীপে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। এতে ভবন ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিস্ফোরণের মতো শব্দ, আতঙ্কে স্তব্ধ মানুষ
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে সেবুর উত্তর প্রান্তে বোগো শহরের কাছে। প্রায় ৯০ হাজার মানুষের এ শহরে চার শিশুসহ নয়জন নিহত হয়েছেন। সান রেমিগিও এলাকায় পাঁচজন, তাবুয়েলানে একজন এবং একটি খেলাধুলার স্থান থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন ফিলিপাইন কোস্টগার্ডের সদস্যও আছেন।

বানতাইয়ান শহরের ২৫ বছর বয়সী বাসিন্দা মারথাম প্যাসিলান ভূমিকম্পের সময় একটি গির্জার পাশে ছিলেন। তিনি বলেন, “হঠাৎ গির্জার ভেতর থেকে বিস্ফোরণের মতো শব্দ শুনি। পাথর ভেঙে পড়তে দেখি। সেই মুহূর্তে আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়ি যে শরীর নাড়াতে পারছিলাম না। শুধু কম্পন থামার অপেক্ষায় ছিলাম।”

উদ্ধারকাজে বাধা
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধসে পড়া ভবনের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। রাতের অন্ধকার আর একের পর এক পরাঘাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিদ্যুৎ ও সড়ক ব্যবস্থা বিপর্যস্ত
ভূমিকম্পে সেবু শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে। সড়ক যোগাযোগও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে ফিলিপাইনের ন্যাশনাল গ্রিড করপোরেশন জানিয়েছে, পরে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

 

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content