চট্টগ্রাম

হাতিয়া স্কুলে টিকটক ভিডিও বিতর্ক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৫ , ১:৫৫:৩৭

শেয়ার করুন

শাহাদাত হোসেন, হাতিয়া প্রতিনিধি-

নোয়াখালী হাতিয়া উপজেলার ১নং হরণী ইউনিয়নের হাতিয়া বাজারের পাশের হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষক ও শিক্ষার্থীদের টিকটক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, শিক্ষক ক্লাস নিচ্ছেন, কিন্তু একই সময় শিক্ষার্থীরা ক্লাসের মধ্যেই টিকটক ভিডিও বানাচ্ছিল। এই ভিডিওটি দ্রুত ভাইরাল হলে, এলাকার অভিভাবক ও সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়ে।

এছাড়া, অভিযুক্ত শিক্ষক সম্পর্কে অভিযোগ রয়েছে যে, তিনি ক্লাসের মধ্যে বারবার ফোনে কথা বলতেন এবং স্কুলের ইউনিফর্ম পরেও তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন না। এলাকার সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষককে স্কুলের প্রধান শিক্ষক এবং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে শেল্টার পাওয়া যায়, যার ফলে তার বিরুদ্ধে উঠা যৌন হয়রানির অভিযোগেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এখন এলাকার জনগণ এবং অভিভাবকরা স্কুলের সুনাম রক্ষা করতে অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের দাবি জানাচ্ছেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content