বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আবারও আলোচনায় উঠে এসেছে তার মৃত্যুর রহস্য। আদালতের নির্দেশে দীর্ঘদিনের অপমৃত্যু মামলা এখন হত্যাকাণ্ড হিসেবে গ্রহণ করেছে রমনা থানা পুলিশ।
তদন্তের অংশ হিসেবে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রমনা থানার তদন্ত দল রাজধানীর ইস্কাটন প্লাজার সেই ফ্ল্যাট পরিদর্শন করে, যেখানে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। বহু বছর সিলগালা থাকা ফ্ল্যাটটি বর্তমানে নতুন মালিকের দখলে রয়েছে। নব্বইয়ের দশকে স্ত্রী সামিরাকে নিয়ে এখানেই ভাড়া থাকতেন জনপ্রিয় এই তারকা।
পুলিশ জানিয়েছে, ফ্ল্যাট পরিদর্শনের মাধ্যমে তদন্তের প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়েছে।
এর আগে সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, সালমানের শ্বাশুরী লতিফা হক লুসি, খলনায়ক ডনসহ মোট ১১ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে, সঙ্গে রয়েছে কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নামও।
আলমগীর কুমকুম বলেন, “সালমান শাহর বাবা জীবিত থাকাকালীন অনেক চেষ্টা করেছিলেন অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তর করতে। আজ তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ইনশাআল্লাহ প্রমাণ হবে এটা হত্যা।”
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত এই মৃত্যুর রহস্য ২৯ বছর পর নতুন করে আলোচনায় এসেছে। এখন সবার দৃষ্টি—এই তদন্তের মাধ্যমে কি অবশেষে উদঘাটিত হবে সালমান শাহর মৃত্যুর প্রকৃত সত্য?
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ