সারাদেশ

চার ঘণ্টা ধরে জ্বলছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৫ , ৪:০৩:০৭

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পান তারা।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আতঙ্কে বাসিন্দারা, তীব্র শিখা বাড়ছে বনানী অংশে

সরজমিনে দেখা যায়, বস্তির মহাখালী অংশ থেকে বনানী অংশের দিকে আগুন ছড়িয়ে পড়ছে। বনানী অংশে আগুনের তীব্রতা বাড়ছে বলে现场 থেকে জানা যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস সদস্যরা।

‘গরিব বলেই কি আমাদের অবহেলা করা হচ্ছে?’ — ক্ষোভ বস্তিবাসীর

ঘটনাস্থলে থাকা বস্তিবাসীরা অভিযোগ করেন,
“আমরা হেলিকপ্টার চাইছি আগুন নেভাতে। কিন্তু পাঠানো হচ্ছে না। গরিব বলেই কি আমাদের অবহেলা করা হচ্ছে? আন্দোলনের সময় তো হেলিকপ্টার পাওয়া যায়!”
তাদের দাবি, দ্রুত সহায়তা না পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

এ বছর তৃতীয় দফায় আগুন

কড়াইল বস্তিতে এ বছরের এটি তৃতীয় অগ্নিকাণ্ড। এর আগে—

২২ ফেব্রুয়ারি রাতে বস্তিতে আগুন লাগে; ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ৬১টি ঘর পুড়ে যাওয়ার আগেই নিয়ন্ত্রণে আনে।

এর দুই মাস আগে, ১৮ ডিসেম্বর ২০২৪—আরেকটি অগ্নিকাণ্ডে বহু ঘর ভস্মীভূত হয়।

বারবার আগুন লেগে বস্তিবাসীদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়ছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুন লাগার কারণ সম্পর্কে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content