ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছরের জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশ পেয়েছেন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২৬ নভেম্বর প্রকাশিত ফলাফলে তাঁর নাম চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত হয়েছে।
ময়মনসিংহের বাসিন্দা রাইসুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তিনি ঢাবির স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৪–১৫ সেশনের শিক্ষার্থী। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে গত মার্চে তাঁকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাবির বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকায় তাঁর নাম ছিল ৭২ নম্বরে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের একদল নেতাকর্মী হামলা চালায়। ওই ঘটনায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে রাইসুলকে সরাসরি হামলায় অংশ নিতে দেখা যায়। পরদিন বিভিন্ন সংবাদমাধ্যমেও তাঁর ছবি প্রকাশিত হয়।
এরপর জুলাই গণ-অভ্যুত্থান সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৭ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মোট ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে।
রাইসুল ইসলামের পুলিশ ক্যাডারে সুপারিশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মহিউদ্দিন খান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত থাকা একজন ব্যক্তির পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্তি উদ্বেগজনক।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ