সারাদেশ

দেবহাটায় কিশোর-যুব সুরক্ষায় গ্রামীণ খেলাধুলার আয়োজন

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৫ , ১:২৫:২৮

শেয়ার করুন

মো:রিয়াজুল ইসলাম,স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার দেবহাটায় “ব্রেকিং দ্যা সাইলেন্স” এর আয়োজনে ও “টিডিএইচ ফাউন্ডেশন” এর অর্থায়নে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।

খেলাধুলার পর বিকেল সাড়ে ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, এবং প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আফছার আলী, প্রেসক্লাব নেতা ফারুক মাহবুবুর রহমান, রিপোর্টার্স ক্লাব সভাপতি আর. কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল প্রমুখ।

সঞ্চালনা করেন ব্রেকিং দ্যা সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদ।

প্রধান অতিথি মিলন সাহা বলেন, “গ্রামীণ খেলাধুলা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ—তাদের নিরাপদ খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”


শেয়ার করুন

আরও খবর

Sponsered content