প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৫ , ৬:১৫:২১

সংবাদ:
পাবনা সদর উপজেলার উত্তর শালগাড়িয়ার সরদার পাড়ায় ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত ৯ বছর বয়সী শিশু হাফসার মরদেহ গতকাল রাত ৮টার দিকে বাড়ির পাশের সুতার মিলের পেছনের জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ।
জানা যায়, হাফসার বাবা হাফিজুর রহমান প্রবাসে থাকায় সে নানা মল্লিক সরদারের বাড়িতে থেকে পড়াশোনা করত। গতকাল বিকেল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে রাতে স্থানীয়রা জঙ্গলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
এলাকাবাসীর অভিযোগ—জঙ্গলে দীর্ঘদিন ধরে কিছু বখাটে নিয়মিত মাদক সেবন করত। ভয়-ভীতি ও প্রভাবের কারণে কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না। ধারণা করা হচ্ছে, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ওই বখাটেরাই শিশুটিকে হত্যা করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। মাদক সন্ত্রাস ও বখাটেদের দৌরাত্ম্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, “মাদক ও অপরাধীচক্রকে দমন না করলে সমাজে এমন জঘন্য ঘটনা আরও বাড়বে।”
শিশু হাফসার হত্যার পূর্ণ তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার—এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ।

















