সারাদেশ

বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের পথে ছাত্র-জনতা

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৫ , ৬:৪৬:২২

শেয়ার করুন

আর কিছুক্ষণের মধ্যে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এদিকে আবারও বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের পথে রওয়ানা দিয়েছে ছাত্র-জনতা। তবে পুলিশ বেরিকেট দিয়ে তা আটকে রেখেছে।

এসময় সেখানে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ করতে থাকে আন্দোলনকারীরা। তারা জানান, স্বৈরাচারের কোনো অস্তিত্ব তারা এ দেশে রাখবেন না। তারা এ বাড়ির জায়গায় খেলার মাঠ চান।

পুলিশ বলছে, তারা কোনোভাবেই তাদের ভেতরে ঢুকতে দেবে না। তবে সরেজমিন দেখা যায়, বাধার মুখেও বেশ কয়েকজন বিক্ষোভকারী বেরিকেট পেরিয়ে রাস্তায় বসে পড়েছে। পুলিশ তাদের সেখান থেকে উঠিয়ে দিতে তৎপরতা চালাচ্ছে।
গুছিয়ে ভিন্ন ভাবে হেডলাইন বদলে লিখে দিন


শেয়ার করুন

আরও খবর

Sponsered content