সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার জোহরের নামাজের পর ৪৯ নং ওয়ার্ডের এরশাদ নগর বড়বাজার বায়তুল ফালাহ জামে মসজিদে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহ্উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন বলেন,
“এই দেশের মানুষ দল-মত-নির্বিশেষে আজ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে হাত তুলে দোয়া করছেন। গণতন্ত্রের জন্য লড়াই করা এ সাহসী মায়ের দ্রুত আরোগ্যই এখন জাতির প্রত্যাশা।”
তিনি আরও বলেন,
“দেশনেত্রী বেগম জিয়া শুধু একটি দলের নয়, তিনি এ দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সুস্থতা মানে গণতান্ত্রিক আন্দোলনের শক্তি ফিরে পাওয়া। আমরা বিশ্বাস করি—মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন।”
গাজী সালাহউদ্দিন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন,
“দুঃসময়ে হতাশ হওয়ার সুযোগ নেই। জনগণের পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক অঙ্গীকার। বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়ার পাশাপাশি দেশের মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন—সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, তাঁতীদলের সদস্য সচিব মোঃ নিজাম তালুকদার, জাসাস সভাপতি মোঃ বাবুল চৌধুরী, ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান মাস্টার, বড়বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি জয়নাল মোল্লা, বিএনপি নেতা মোঃ মাসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজীবুর রানা, গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলফাজ দেওয়ান, যুগ্ম আহবায়ক শাহজালাল, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সিদ্দিক, ৪৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ, জিয়া মঞ্চ টঙ্গী পূর্ব থানা সভাপতি সুমন মিয়া, যুবনেতা ফয়সাল ও শামছুল আলামিনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মাসুদুর রহমান।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ