পবিত্র উমরা ও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
দলের আমির প্রবাসীদের ভোটাধিকার রেজিস্ট্রেশনে আরও ১৫ দিন সময় বাড়ানোর দাবি জানান নির্বাচন কমিশনের প্রতি।
তিনি বলেন, ‘মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতে পারে, তবে মতবিরোধ নয়।’
একই সঙ্গে তিনি আগামীর দেশ গঠনে গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আহ্বান জানান।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ