প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৫ , ৯:০৫:২৩

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারকে প্রধান করে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করা হয়।
ট্রাইব্যুনাল জানায়, মামলায় আনীত পাঁচটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং দুটি অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় নিহতদের কয়েকজন পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয় এবং জুলাই–আগস্টের ঘটনাবলি তদন্তের জন্য প্রথম মামলাটি নেয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের ১৭ অক্টোবর শুনানি শুরুর দিনই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনও আসামি ছিলেন। তাদের মধ্যে আল-মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
মানবতাবিরোধী অপরাধ হিসেবে প্রসিকিউশন উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যাকাণ্ড, চানখারপুলে হত্যার ঘটনা এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর অভিযোগ উপস্থাপন করে। ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জন আদালতে সাক্ষ্য দেন। গত ৮ অক্টোবর তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেনের জেরা শেষে সাক্ষ্যগ্রহণ পর্ব সম্পন্ন হয়।
২৩ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ১৭ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়।
এদিকে রায়কে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট স্থাপনসহ পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, নাশকতা বা সহিংসতা প্রতিরোধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

















