রিয়াজুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনের বিরুদ্ধে মিছিল ও সভায় অংশ নেওয়ার অভিযোগে যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বুধবার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ প্রদান করা হয়। নোটিশপ্রাপ্তরা হলেন—কালিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আ. আজিজ ও যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বি হোসেন।
নোটিশে বলা হয়েছে, সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদে থেকে তাঁরা দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন, যা সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম। এ কারণে কেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের কাছে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ