নোয়াখালী জেলা প্রতিনিধিঃ মোঃ একে আজাদ
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সেনবাগ থানাধীন ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন সেনবাগ থানার এসআই (নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল রানা ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ মহিন উদ্দিন (৩০), পিতা: মৃত আবু তাহের, মাতা: নুর নাহার, সাং: কৈয়াজালা, ৩ নং ডমুরুয়া ইউপি। পেশায় সিএনজি ড্রাইভার, ইয়াবা পরিবহনে জড়িত। ২) মোঃ জয়নাল আবেদীন ওরফে জয়নাল মিস্ত্রী (৩৫), পিতা: মৃত আব্দুল গফুর, মাতা: রজ্জবের নেছা, সাং: জয়নগর, ৪ নং কাদরা ইউপি। ৩) জাহাঙ্গীর আলম ভুঁইয়া (৪৫), পিতা: মৃত সানু মিয়া, মাতা: লালমতের নেছা, সাং: কৈয়াজালা, ৩ নং ডমুরুয়া ইউপি। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আরও ২ জন পলাতক ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ