প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৫ , ১:৩৫:৪৭

শাহদাত হোসেন,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
তথ্যপ্রযুক্তি নির্ভর ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সর্ব বৃহত্তর অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন “জিয়া সাইবার ফোর্স” হাতিয়া উপজেলার আংশিক কমিটি গঠন করেছে।
জিয়া সাইবার ফোর্সের হাতিয়া উপজেলার আংশিক কমিটিতে ইয়াছিন আলী (সুজন) কে “আহ্বায়ক”, শাখাওয়াত হোসেন কে “সদস্য সচিব” সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদ মাহমুদ কে করে ১১ (এগারো) সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নোয়াখালী জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি- মনির হোসেন পাটোয়ারী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- এড. মোঃ আলা উদ্দিন সুজন এর সমন্বয়ে যা সংগঠনটির গঠনতন্ত্রের অনুরূপ।
নোয়াখালী জেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি – মনির হোসেন পাটোয়ারী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক –এড. মোঃ আলা উদ্দিন (সুজন) আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে হাতিয়ার তরুণ সমাজ আর ও সচেতন, তথ্য প্রযুক্তি-দক্ষ এবং সমাজমনস্ক হয়ে উঠবে।
জিয়া সাইবার ফোর্স নিচের প্রধান উদ্দেশ্য সামনে রেখে এই কমিটি গঠন করেছে: (১) সাইবার সচেতনতা বৃদ্ধি: স্কুল, কলেজ ও সাধারণ জনগণের মধ্যে ইন্টারনেট নিরাপত্তা এবং তথ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টি। (২) গুজব প্রতিরোধ: অনলাইন ও সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা। (৩) রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধ প্রচার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে কেন্দ্র করে দেশপ্রেম ও নেতৃত্ব চর্চা। (৪) ডিজিটাল প্রশিক্ষণ কার্যক্রম: তরুণদের তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ করে গড়ে তোলা।
আহ্বায়ক :ইয়াছিন আলী (সুজন) বলেন, এই কমিটি শুধুই একটি কাঠামো নয়, এটি একটি দায়িত্ব। হাতিয়ার তরুণ সমাজকে প্রযুক্তি ও নেতৃত্বের আলোয় আলোকিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
সদস্য সচিব: শাখাওয়াত হোসেন বলেন, ডিজিটাল নিরাপত্তা তখনই সম্ভব, যখন মানুষ সচেতন হবে। আমরা জনগণের পাশে থেকে সেই সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করব।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃক প্রস্তাবিত রাষ্ট্র সংস্থারের ৩১ দফা কে সামনে রেখে প্রতিটি ইউনিয়নে সভা ও সেমিনার করা, সদস্যভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি “সাইবার ওয়াচ টিম” গঠন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত গুজব প্রতিরোধ করে সঠিক তথ্য প্রচার ও আলোচনা।
এই উপজেলা কমিটি গঠনের মাধ্যমে জিয়া সাইবার ফোর্স নোয়াখালী জেলা একটি নতুন গতির সূচনা করলো। তরুণ প্রজন্মের অংশগ্রহণ, প্রযুক্তি জ্ঞান ও দেশপ্রেমকে একত্রিত করে তারা একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়বে এটাই সকলের প্রত্যাশা।

















