প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৫ , ৪:৩৮:১৭

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় বেহেশত কিংবা দোজখের টিকিট দেওয়ার যে আশ্বাস দেওয়া হয় তা ইসলামি বিশ্বাসের পরিপন্থী। পরকালে কার পরিণতি কী হবে—তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে, এ নিয়ে মন্তব্য করা শিরকের শামিল বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, অতীতে জনগণ অন্য রাজনৈতিক শক্তিকে দেখেছে; ১৯৭১ সালে দেশের মানুষ কীভাবে নির্যাতনের শিকার হয়েছে সেটিও ইতিহাসে লিপিবদ্ধ আছে। তিনি দাবি করেন, দেশের সামনে এখন কঠিন সময় অপেক্ষা করছে এবং এ পরিস্থিতিতে গণতন্ত্র প্রতিষ্ঠাই হতে পারে সকল ষড়যন্ত্র প্রতিহতের একমাত্র পথ।
তিনি আরও বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে না ধরলে উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হবে। নারী, কৃষি ও স্বাস্থ্যখাতের উন্নয়ন নিশ্চিত করতে প্রথমেই দুর্নীতি দমনে পদক্ষেপ নিতে হবে। তারেক রহমানের মতে, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা রাখে বিএনপি।
তিনি বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে ঐক্যবদ্ধভাবে দেশের পুনর্গঠনে কাজ করতে হবে। যেমন ১৯৭১ সালে লক্ষ মানুষ এক কাতারে দাঁড়িয়েছিল — আজও দেশকে এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টাই প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

















