প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৩:১৮:৫৪

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অত্যন্ত জটিল। তিনি এক সংকটময় সময় অতিক্রম করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডা. জাহিদ হোসেন বলেন, স্বাভাবিকভাবে তাঁর অবস্থার উন্নতি হয়েছে—এমনটা বলার সুযোগ নেই। বরং পরিস্থিতি এখনও অত্যন্ত জটিল এবং তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
ডা. জাহিদ হোসেন জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার ক্রমান্বয়ে অবনতি ঘটে। এ কারণে প্রথমে কেবিন থেকে সিসিইউ এবং পরবর্তীতে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
চিকিৎসা কার্যক্রমে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা যুক্ত রয়েছেন বলে জানান তিনি। এ ছাড়া খালেদা জিয়ার পুত্রবধূ, চিকিৎসক ডা. জুবাইদা রহমানও তাঁর চিকিৎসায় অংশ নিচ্ছেন।
এদিকে, ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরে বৃহস্পতিবার প্রথমবারের মতো মাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দিনভর রাজনৈতিক কর্মসূচি শেষে তিনি আবারও এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। রাত ১১টা ৫৮ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

















