সংবাদ:-
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ‘ডিপ ক্রিটিকাল’ উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির শফিকুর রহমান। তিনি বলেন, এর আগে কখনও খালেদা জিয়াকে এমন সংকটময় পরিস্থিতিতে দেখা যায়নি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক খোঁজ-খবর নিতে যান জামায়াত আমির। স্বল্প সময় অবস্থান শেষে সাংবাদিকদের তিনি জানান,
“খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার ডায়ালাইসিস চলছে। তিনি গভীর সংকটে রয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন।”
তিনি আরও বলেন, “আল্লাহর হাতে সবকিছু। তিনি চাইলে মৃতের মধ্যেও প্রাণ দান করতে পারেন। যেহেতু তিনি এখনো সারভাইভ করছেন, তাই আশা করছি আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে উঠবেন।”
হাসপাতালের নিয়ম-নীতি ভাঙা উচিত নয় উল্লেখ করে তিনি জানান,
“আমি মাত্র দেড় মিনিট সেখানে ছিলাম। সামনাসামনি দেখে আসতে পেরেছি—এটাই আমার জন্য স্বান্তনা।”
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ