প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ৪:৪৮:৫৪

গাজীপুর সদর মেট্রো থানা কৃষক দলের উদ্যোগে দেশনেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং সুদীর্ঘ হায়াত কামনা করে জোড়পুকুর পাড় মাদ্রাসায় এতিম ও হাফেজ ছাত্রদের অংশগ্রহণে এক শান্তিময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান। সাথে ছিলেন সদস্য সচিব খান জাহিদ হাসান নিপু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মইজউদ্দিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলফাজ দেওয়ানসহ মহানগর কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মাহফিলটি সঞ্চালনা করেন গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান।
দোয়া অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন মো. জাকির হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক গাজীপুর মহানগর কৃষক দল।
দোয়া পরিচালনা করেন জোড়পুকুর জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজুল ইসলাম। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং জাতির শান্তি-কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
নেতৃবৃন্দ বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক সংগ্রামের প্রেরণার প্রতীক। তার সুস্থতা কামনায় আজ দেশবাসী ঐক্যবদ্ধভাবে মহান আল্লাহর রহমত কামনা করছে।”
দোয়া শেষে উপস্থিত এতিম ও হাফেজ ছাত্রদের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে এক হৃদয়গ্রাহী পরিবেশ তৈরি হয়, যেখানে দলীয় নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা সম্মিলিতভাবে দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনা করেন।











