প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৫ , ৭:২৯:২৪

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলা জিয়া সাইবার ফোর্স উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জনাব ভিপি ইব্রাহীম খলিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সদস্য সচিব, গাজীপুর জেলা যুবদল ও সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এপিপি, গাজীপুর জজকোর্ট—জনাব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর জেলা ও উপজেলা শাখার আহ্বায়ক জনাব মো. মহসিন সরকার।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জনাব মোহাম্মদ আলফাজ দেওয়ান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জিয়া সাইবার ফোর্স আহ্বায়ক জনাব মো. রুবেল সরকার। সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন গাজীপুর জেলা জিয়া সাইবার ফোরামের সদস্য সচিব জনাব মো. কাজল আহমেদ রিয়াজ।
সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ডিজিটাল মাধ্যমে সংগঠনের ভূমিকা, সাইবার জগতে অপপ্রচার মোকাবিলা এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, আদর্শিক শক্তি ও সাংগঠনিক ঐক্যের মাধ্যমে জিয়া সাইবার ফোরাম ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে।
মতবিনিময় সভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে গাজীপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












