সংবাদ:
ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে এমভি জাকির সম্রাট-৩। চাঁদপুর এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে লঞ্চটি ধীর গতিতে চলছিল। এ সময় বরিশাল থেকে আসা যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের একপাশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে দুই লঞ্চে থাকা অন্তত আটজন যাত্রী প্রাণ হারান এবং বেশ কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চালানো হয়।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ