সংবাদ:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে এবং তিনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি দেশবাসীকে গুজবে কান না দিতে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের অনুরোধ করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, “সবার দোয়া ও আশীর্বাদে আমরা আশা করছি খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন।” তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. ইউনূস, অন্তর্বর্তী সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বিতভাবে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন।
ডা. জাহিদ আরও বলেন, আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় আসার কথা রয়েছে। তাদের মূল্যায়ন ও সুপারিশ পাওয়ার পর প্রয়োজনে লন্ডনে নেয়া হবে কি না—সেটি বিবেচনা করা হবে।
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরবর্তীতে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসসহ বিভিন্ন জটিলতার কারণে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ