আসলাম মন্ডল_
গাজীপুরের টঙ্গীতে সাধারণ মানুষের চলাচলের পথ দখল করে বর্ধমান ব্যবসা বন্ধে স্থানীয়দের তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। টঙ্গী বাজারের প্রবেশের প্রধান পথ তুরাগ নদীর ওপর নির্মিত টঙ্গী বেইলি ব্রিজ। প্রতিদিন হাজারো মানুষ এই একমাত্র সেতু দিয়ে বাজারসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। আগে নদীর ওপর দুটি বেইলি ব্রিজ থাকলেও একটি ভেঙে যাওয়ায় বর্তমানে একটিমাত্র সেতুতেই চাপ বেড়েছে। ফলে প্রায় সময়ই তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ অবস্থায় ব্রিজের সংযোগ পথসহ আশপাশের রাস্তার জায়গা কিছু অসাধু ব্যবসায়ী দোকান বসিয়ে দখল করে রেখেছে। এতে জনগণের নির্বিঘ্নে চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। হাঁটা-চলা থেকে শুরু করে যানবাহন চলাচল— সবকিছুই বাধাগ্রস্ত হচ্ছে, যা এলাকাবাসীর কাছে অন্যায় ও দুঃখজনক বলে মনে করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ— ফুটপাত ও সড়কের জায়গা দখল করে দোকান বসানোর পরও ব্যবসায়ীদের কেউই সরকারি অনুমোদন বা খাজনার বৈধ রশিদ দেখাতে পারেনি। অথচ ব্যবসায়ীরা দাবি করেন, তারা খাজনা প্রদান করে বৈধভাবেই এখানে বসেন।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ বলেন, গণমানুষের সুবিধাকে উপেক্ষা করে কোনোভাবেই ব্যক্তিস্বার্থকে বড় করা উচিত নয়।
এমন পরিস্থিতিতে দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে পথ মুক্ত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
সমাজের স্বার্থে ও নাগরিক অধিকার সুরক্ষায় সবার জন্য উন্মুক্ত পথ নিশ্চিত করাই এখন জরুরি প্রয়োজন— এমনই প্রত্যাশা এলাকার সচেতন নাগরিকদের।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ