গাজীপুর: দীর্ঘ দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গাজীপুরে ঐতিহাসিক গণসংবর্ধনার প্রস্তুতি চলছে। এই মহেন্দ্রক্ষণকে ইতিহাসে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে টঙ্গী–কামারপাড়া সংযোগ সড়কসংলগ্ন নবী সাহেবের বাংলোয় তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত গাজীপুর মহানগর বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম মনজুরুল করিম রনি বলেন, পতিত সরকারের শাসনামলে নির্যাতন-নিপীড়নের মধ্যেও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকেছেন। সেই ত্যাগের স্বীকৃতি হিসেবেই নেতার আগমনকে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে সফল করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। যত কষ্টই হোক, শৃঙ্খলার মধ্য দিয়ে অনুষ্ঠান বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ।
তিনি আরও জানান, গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে সংবর্ধনাস্থল পরিদর্শন করা হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী ২৫ ডিসেম্বর গাজীপুরে আরেকটি নতুন ইতিহাস রচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা ও মহানগর বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
সভায় গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা, গাছা থানা বিএনপি এবং যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ