প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৫ , ৮:৩৫:৩৭

সংবাদ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গাজীপুর মহানগর কৃষক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে গাজীপুর শহরে কৃষক দলের উদ্যোগে একটি বিশাল মিছিল বের করা হয়।
প্রস্তুতি সভায় নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, শৃঙ্খলা ও কর্মসূচির দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। পরে মিছিলটি গাজীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব খান জাহিদ হাসান নিপু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইজ উদ্দিন তালুকদারসহ কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে এবং কৃষকসহ সর্বস্তরের মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।












