বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগে ৯ জন নেতাকে বহিষ্কার করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতদের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও আব্দুল খালেক।
এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ বহিষ্কারের তালিকায় রয়েছেন।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা এবং সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর অবস্থান থেকেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ