প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ১১:০২:৫৫

নোয়াখালী জেলা প্রতিনিধি,মোঃ একে আজাদ
এক পৃথিবী কান্নায় ভিজিয়ে, এক পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন রশিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার, ঢাকা হাইড অ্যান্ড স্কিনস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার সুজ ও ফুটওয়ার এক্সপোর্টস অ্যাসোসিয়েশন-এর সভাপতি ও নোয়াখালীর সেনবাগ উপজেলার তেমুহনী আবদুর রশিদ ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাঃ জনাব মোঃ আব্দুর রশিদ ভূঁইয়া।
তিনি শুধু একজন সফল শিল্পপতি নন- ছিলেন মানবিকতার বাতিঘর, অসংখ্য মানুষের অভিভাবকের মতো আশ্রয়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার বিকালে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী। অনুষ্ঠানস্থলে আসার সময় হৃদ্রোগে আক্রান্ত হন শ্বশুর আব্দুর রশিদ ভূঁইয়া। তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা তার লাশ নিয়ে ঢাকায় ফিরে আসেন। এনাম মেডিকেলের ডিউটি ইনচার্জ মো. ইউসুফ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুর রশিদকে হাসপাতালে আনা হয়েছিল। তাৎক্ষণিক তাকে সিসিইউতে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপ্রত্যাশিত এই বিদায়ে পরিবার-পরিজন, সহকর্মী, বিভিন্ন শিক্ষা অঙ্গন, রাজনৈতিক অঙ্গন, শিল্পপতি সমাজ এবং পরিচিতজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মরহুম আব্দুর রশিদ ভূঁইয়া বিএনপি’র যুগ্ম মহাসচিব ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাহেবের শ্বশুর। তার বয়স হয়েছিল ৭২। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি। পরিবার নিয়ে তিনি রাজধানীর ধানমন্ডি এলাকায় থাকতেন।
মরহুমের প্রথাম নামাজে জানাজা বুধবার সকাল সাড়ে ১০টা ঘটিকায় লেদার কলেজ মাঠ, হাজারীবাগে অনুষ্ঠিত হয়।
নিজ গ্রামে কাবিলপুর মাদ্রাসার মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর নিজ জন্মস্থান নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাবিলপুর পারিবারিক ভূঁইয়া কবরস্থানে দাফন করা হয়।











