রাজনীতি

রফিকুল আলম মজনুর নেতৃত্বে ফুলগাজীতে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ১:০৩:১১

শেয়ার করুন

ফেনী জেলা প্রতিবেদক | ২ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় ফেনীর ফুলগাজীতে এক আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলার শ্রীপুরে অবস্থিত বেগম জিয়ার পৈতৃক ভিটায় এই দোয়ার আয়োজন করে ফুলগাজী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-০১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তাঁর নেতৃত্বে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দোয়া মাহফিল কেন্দ্র করে পৈতৃক বাড়ির আঙিনায় তৈরি হয় এক নীরব, আবেগঘন পরিবেশ—যেখানে প্রতিটি মুখে ছিল আরোগ্য প্রার্থনার আবেদন।

বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতি এবং কল্যাণের জন্যও প্রার্থনা করা হয়।

ফুলগাজী উপজেলা বিএনপি জানায়, বেগম জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে এ ধরনের দোয়া মাহফিল অব্যাহত থাকবে।1


শেয়ার করুন

আরও খবর

Sponsered content