প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ৯:৩২:৩৬

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধ করা হবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সংশ্লিষ্ট সব দিকের আইনি বিশ্লেষণ ও প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “খেলাকে খেলাই রাখতে পারলে ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে খেলাধুলার ভেতরে রাজনীতি ঢুকে পড়েছে।
সম্প্রতি আইপিএলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় দেশের ক্রীড়াপ্রেমী দর্শকদের একটি বড় অংশ বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবি তুলেছেন।
এর আগে আইন উপদেষ্টা মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর সম্প্রচার স্থগিত রাখার প্রস্তাব দেন। উল্লেখ্য, চলতি মৌসুমের আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
তবে ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বাংলাদেশি এই ক্রিকেটারের অংশগ্রহণের বিরোধিতা করে। এমনকি তাকে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না—এমন হুমকিও দেওয়া হয়। শেষ পর্যন্ত এসব চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেকেআরকে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য কোনো বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভেন্যু পরিবর্তনের দাবিও তোলা হবে বলে জানা গেছে।





