নির্বাচন

আজ আলাদা সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামি আন্দোলন

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ৬:০৩:৪৫

শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা নিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলেও সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

 

এদিকে একই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় পৃথক সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনি সমঝোতা বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান জনগণের সামনে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো শীর্ষ নেতা উপস্থিত ছিলেন না। এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, সংশ্লিষ্ট দলগুলো নিজেদের মধ্যে আরও আলোচনা ও বোঝাপড়ার প্রক্রিয়ায় রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content