রাজনীতি

ইংরেজি নববর্ষে গণতন্ত্র ও ঐক্যের ডাক তারেক রহমানের

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ২:০২:৩৬

শেয়ার করুন

সংবাদ :
ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মানুষের প্রতি শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, নববর্ষ কেবল একটি উৎসব নয়—এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার বহিঃপ্রকাশ।
তারেক রহমান উল্লেখ করেন, পুরোনো বছরের অভিজ্ঞতা থেকেই নতুন বছরের বার্তা জন্ম নেয়। নতুন বছরের সূচনা মানে অতীতের গ্লানি ঝেড়ে ফেলে নতুন আশা, আনন্দ ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া। ১ জানুয়ারি আজ বিশ্বজুড়ে একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে; নানা জাতিগোষ্ঠী নিজেদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বজায় রেখেই এই উৎসব উদযাপন করছে।

তিনি বলেন, নতুন বছরে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি—যেখানে প্রতিটি নাগরিক গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকের কণ্ঠস্বর থাকবে স্বাধীন। গত বছরের অর্জন ও সাফল্যের পাশাপাশি তিক্ত অভিজ্ঞতা ও প্রিয়জন হারানোর বেদনা আমাদের স্মরণ করিয়ে দেয় দায়িত্বশীল অঙ্গীকারের কথা।

বাণীতে তিনি জোর দিয়ে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গণতন্ত্র পুনরুজ্জীবনে সবাইকে একযোগে কাজ করতে হবে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রয়াস এখন সময়ের দাবি।

নববর্ষকে নতুন প্রাণের স্পন্দন, আশা ও সম্ভাবনার প্রতীক উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্যায়-উৎপীড়ন ও নির্যাতন চিরতরে দূর হয়ে যাক। বিশ্বজুড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
বাণীর শেষাংশে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান—সামাজিক ও রাজনৈতিক সব বাধা অতিক্রম করে সংগ্রামমুখর ঐতিহ্যের পথে এগিয়ে গিয়ে ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলতে হবে। মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণই হোক নববর্ষের অঙ্গীকার।


শেয়ার করুন