আন্তর্জাতিক সংবাদ-
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার প্রায় ৮০০ জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা আপাতত স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট হোয়াইট হাউসে আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্রিফিংয়ে ক্যারোলিন লিভিট জানান, নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জানতে পেরেছেন যে ইরানি কর্তৃপক্ষ ৮০০ বিক্ষোভকারীর ফাঁসির আদেশ সাময়িকভাবে স্থগিত করেছে। বুধবার এসব বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল বলে জানান তিনি।
লিভিট আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর ধারাবাহিক কূটনৈতিক চাপের ফলেই ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
এদিকে, গত প্রায় ২০ দিন ধরে ইরানজুড়ে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন চলছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান সরকার তাদের প্রায় ৪৭ বছরের শাসনামলে এ ধরনের বড় ও বিস্তৃত বিক্ষোভের মুখে আগে কখনও পড়েনি।
এই আন্দোলনের মূল কারণ হিসেবে উঠে এসেছে ইরানের গভীর অর্থনৈতিক সংকট। দীর্ঘদিনের অবমূল্যায়নের ফলে ইরানি মুদ্রা রিয়েল বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর একটি হিসেবে পরিচিত। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে প্রায় ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল পাওয়া যাচ্ছে।
মুদ্রার এই চরম দুর্বলতার প্রভাবে দেশটিতে ভয়াবহ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ফলে দিন দিন জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে ইরানিদের জন্য।
এই প্রেক্ষাপটে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই ক্রমে দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের সূত্রপাত ঘটে, যা বর্তমানে ইরানের জন্য বড় রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জে রূপ নিয়েছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ