প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ১১:৫১:২৬

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট করে বলেছেন, নির্বাচন কমিশনকে (ইসি) কোনো ডিসি বা এসপির তালিকা দেয়নি জামায়াত। প্রশাসনে দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বদলির দাবি জানানো হলেও নির্দিষ্ট কোনো তালিকা জমা দেওয়া হয়নি বলে তিনি জানান।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডা. তাহের বলেন, প্রশাসনে দলীয় বিবেচনায় ডিসি নিয়োগ দেওয়া হয়েছে—এমন বাস্তবতা থেকেই জামায়াত বিষয়টি ইসির নজরে এনেছে। তবে এ বিষয়ে কোনো নামের তালিকা দেওয়া হয়নি, বরং নীতিগতভাবে অবস্থান তুলে ধরা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক বৈঠক ছিল না; বরং একটি সৌজন্য সাক্ষাৎ মাত্র।
ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক নিয়ে আলোচনার জবাবে নায়েবে আমির জানান, ভারতের সঙ্গে জামায়াত আমিরের কোনো বৈঠক হয়নি। অসুস্থ অবস্থায় থাকাকালে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাতের আগ্রহ প্রকাশ করা হয়েছিল এবং বিষয়টি গোপন রাখার অনুরোধ জানানো হয়।
তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও ইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। একটি রাজনৈতিক দল ক্ষমতায় গেলে বিভিন্ন কার্ড দেওয়ার ঘোষণা দিচ্ছে, যা স্পষ্টভাবে আচরণবিধির পরিপন্থী। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।
এছাড়া জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দশটি আসন ছাড় দেওয়ার বিষয়ে প্রচারিত তথ্যকে সম্পূর্ণ ভুল উল্লেখ করে ডা. তাহের বলেন, আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানানো হবে।

















