সারাদেশ

উমরমজিদ ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ১:৫০:০৬

শেয়ার করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ (রাজারহাট-উলিপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এসময় তিনি বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত শেষে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content