সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে আজও শ্রদ্ধা জানাতে ভিড় করছেন দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।
শুক্রবার (২ জানুয়ারি) ছুটির দিন হওয়ায় ভোর থেকেই রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সমাধি প্রাঙ্গণে মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। দলে দলে আসা মানুষ কবর জিয়ারত করছেন, দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন। অনেককে চোখের জলে প্রিয় নেত্রীর স্মৃতি স্মরণ করতে দেখা গেছে। কেউ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জানাচ্ছেন শেষ শ্রদ্ধা।
সমাধিতে আসা সাধারণ মানুষের কণ্ঠে উঠে আসে গভীর শোক ও বেদনার কথা। একজন দর্শনার্থী বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম দেশপ্রেমিক মানুষকে চিরকাল অনুপ্রেরণা জোগাবে।”
এদিকে, খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
উল্লেখ্য, চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় চিকিৎসকরা খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
এরপর ৩১ ডিসেম্বর দুপুর ৩টায় মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয় স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ