প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ১:৪৫:১৮

গাজীপুর মহানগরের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা ও পুবাইল থানা যুবদলের বিদ্যমান কমিটির বিলুপ্তি ঘোষণা করে নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটি অনুযায়ী টঙ্গী পশ্চিম থানা যুবদল (আংশিক)–এ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মো. সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল আজিজ টিপু মনোনীত হয়েছেন।
এছাড়া গাছা থানা যুবদল (আংশিক)–এ আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সোলেমান সরকার। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ইফতেখার আহমেদ রিপন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুর রহমান জুয়েল তাজ।
অন্যদিকে পুবাইল থানা যুবদল (আংশিক)–এ সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মজিবুর রহমান রাজিবকে এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. সোহেল খান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংশ্লিষ্ট থানা যুবদলের সকল সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আজ এ কমিটি অনুমোদন করেন। আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে থানা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন
মিনহাজুল ইসলাম ভূইয়া
সহ দপ্তর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।


















