সংবাদ-
ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে বিমানবন্দরে আটকা পড়েছেন কয়েক হাজার যাত্রী। ভোররাত থেকে টানা দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করেও কোনো ফ্লাইটের উড্ডয়নের অনুমতি মিলছে না।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার তীব্রতায় রানওয়ের দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি নেমে এসেছে, যা উড্ডয়ন ও অবতরণের জন্য চরম ঝুঁকিপূর্ণ। টানা কয়েকদিনের বৈরী আবহাওয়ার প্রভাবে শাহজালাল বিমানবন্দরের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) ক্যাটাগরি–২ থেকে নেমে ক্যাটাগরি–১ এ এসেছে।
এই পরিস্থিতিতে গত কয়েকদিনে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট কলকাতা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণে বাধ্য হয়েছে। আইএলএস ব্যবস্থার দ্রুত উন্নয়ন না হলে সামনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় রুটের যাত্রীদের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এভিয়েশন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ