প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ৪:৫৯:০৪

সংবাদ-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিরুদ্ধে থাকা মামলার বিস্তারিত তথ্য প্রকাশ পেয়েছে। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, বিএনপির ১৭ জন প্রার্থীর মধ্যে ১৫ জনের বিরুদ্ধে মোট ১৩২টি মামলা বিচারাধীন রয়েছে। অপরদিকে জামায়াতে ইসলামীর ১৪ জন প্রার্থীর মধ্যে ছয়জনের বিরুদ্ধে ২২টি মামলা এখনও চলমান।
নির্বাচনী বিধি অনুযায়ী, প্রার্থীদের বর্তমান ও অতীত সব মামলা হলফনামায় উল্লেখ করা বাধ্যতামূলক। সেই তথ্যের ভিত্তিতেই মামলার সংখ্যা যাচাই করা হয়েছে।
বিএনপি প্রার্থীদের মামলা পরিস্থিতি
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে সর্বাধিক ১৩২টি মামলা ছিল। এর মধ্যে ৫২টিতে তিনি খালাস পেয়েছেন এবং ৮০টি মামলা বিচারাধীন রয়েছে। বিচারাধীন মামলার অধিকাংশই ব্যাংক ঋণসংক্রান্ত।
চট্টগ্রাম-১০ (হালিশহর–ডবলমুরিং–পাহাড়তলী) আসনের সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মোস্তফা কামাল পাশার বিরুদ্ধে কোনো মামলা নেই।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের নুরুল আমিনের বিরুদ্ধে থাকা ৩৮টি মামলার মধ্যে ১৯টি বাতিল বা প্রত্যাহার হয়েছে, বাকি ১৯টি বিচারাধীন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ২৭টি মামলার মধ্যে পাঁচটিতে খালাস এবং ১০টি মামলা বিচারাধীন রয়েছে, ১২টি স্থগিত।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের বিরুদ্ধে পাঁচটি মামলার মধ্যে চারটিতে খালাস এবং একটি স্থগিত রয়েছে। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ২২টি মামলার মধ্যে ১৭টিতে খালাস, পাঁচটিতে জামিনে আছেন।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের হুম্মাম কাদের চৌধুরী দুই মামলাতেই খালাস পেয়েছেন। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চাঁন্দগাঁও) আসনের এরশাদ উল্লাহর ছয় মামলার মধ্যে একটি বিচারাধীন। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনের মোহাম্মদ আবু সুফিয়ান ৪২টি মামলার সবকটি থেকেই খালাস পেয়েছেন।
চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনের আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ৩৫টি মামলার মধ্যে একটি বিচারাধীন। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে ৩২টির মধ্যে ২১টি বিচারাধীন। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের জসীম উদ্দীন আহমেদের ১১ মামলার মধ্যে নয়টি চলমান। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মিশকাতুল ইসলাম চৌধুরী সব মামলা থেকেই অব্যাহতি পেয়েছেন।
জামায়াত প্রার্থীদের মামলা পরিস্থিতি
জামায়াতের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি মামলা ছিল চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে থাকা ৮০টি মামলার মধ্যে ৭১টিতে তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন, নয়টি মামলা বিচারাধীন।
চট্টগ্রাম-১ (মীরসরাই), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চাঁন্দগাঁও), চট্টগ্রাম-৯ (কোতোয়ালি–বাকলিয়া), চট্টগ্রাম-১২ (পটিয়া) ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে কোনো মামলা নেই।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের মো. আনোয়ার ছিদ্দিকের বিরুদ্ধে ২৯টি মামলার মধ্যে ১০টি বিচারাধীন। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের মো. নাসির উদ্দীনের বিরুদ্ধে ২০টি মামলার মধ্যে তিনটি তদন্তাধীন। চট্টগ্রাম-১০ (হালিশহর–ডবলমুরিং–পাহাড়তলী) আসনের মুহাম্মদ শামসুজ্জামান হেলালী সব ৪৭টি মামলা থেকেই খালাস পেয়েছেন।
চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনের মোহাম্মদ শফিউল আলমের বিরুদ্ধে ৩৪টি মামলার মধ্যে দুটি বিচারাধীন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলামের বিরুদ্ধে ১৩টি মামলার মধ্যে একটি বিচারাধীন রয়েছে।











