আইন-শৃঙ্খলা

জয়–পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজ

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ৪:৩৫:০০

শেয়ার করুন

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার তথ্য আড়াল ও দমন–পীড়নে ভূমিকার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে প্রসিকিউশনের এ শুনানি গ্রহণ করা হবে।

এর আগে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগসংক্রান্ত জটিলতার কারণে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল। পরে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হলে আজকের দিন ধার্য করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, আন্দোলন চলাকালে ইন্টারনেট সেবা বন্ধ রেখে হত্যাকাণ্ডের তথ্য গোপন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দমন–পীড়নে উসকানি এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন জয় ও পলক।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে জয় ও পলকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content