আইন-শৃঙ্খলা

জুলাইয়ের সহিংসতা: আনিসুল হক ও সালমান এফ রহমানের শুনানি আজ, ট্রাইব্যুনালে ব্যস্ত দিন

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ৫:৫২:১৮

শেয়ার করুন

জুলাই মাসে সংঘটিত সহিংস হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ব্যবসায়ী সালমান এফ রহমানের পক্ষে আজ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারিক প্যানেলে মঙ্গলবার (৬ জানুয়ারি) তাদের আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন।

রাষ্ট্রপক্ষ ইতোমধ্যে অভিযোগ গঠনের শুনানি শেষ করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আবেদন করেছে। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই মাসে কারফিউ জারির মাধ্যমে সংঘটিত হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করেন আনিসুল হক ও সালমান এফ রহমান। অভিযোগ অনুযায়ী, গণভবনে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক আয়োজন করে তারা সহিংসতায় উসকানি দেন বলেও দাবি করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, বহুল আলোচিত আবু সাঈদ হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজ টানা চতুর্থ দিনের মতো সাক্ষ্য প্রদান করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


শেয়ার করুন