২০১৯ সালের ২৮ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করা নেতাকে বিভিন্ন সংবাদ মাধ্যমে যুবদলের নেতা বলে পরিচয়।
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেল নিয়ে টাকা না দিয়ে ‘পালানোর সময়’ জিপের চাপায় রিপন সাহা (২৪) নামে এক যুবক নিহতের ঘটনায় আবুল হাসেম সুজনসহ দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আবুল হাসেম সুজন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের মৃত আলী মণ্ডলের ছেলে। তিনি জেলা যুবদলের সাবেক সভাপতি এবং সাবেক জেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন। ২০১৯ সালের ২৮ জানুয়ারি তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন এবং আওয়ামী লীগের সময়ে তিনি অস্ত্র মামলার আসামি হিসেবে গ্রেফতার হন।
আওয়ামী লীগে থাকা অবস্থায় তিনি বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যুক্ত হয়েছিল। ৫ই আগস্ট এর পরে তিনি আবার বিএনপির নাম ভাঙ্গিয়ে খাচ্ছে। বর্তমানে বিএনপি কিংবা যুবদলের সাথে তার কোন সম্পৃক্ততা নেই।
শুক্রবার ভোরে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ে অবস্থিত একটি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
গাড়িচাপায় নিহত রিপন সাহা (২৮) ওই ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন।
গ্রেপ্তার অন্যজনের নাম কামাল হোসেন সরদার। কামাল হোসেনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফিলিং স্টেশনের অপর ওয়েলম্যান মো. নজরুল ইসলাম সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানান, শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে দৌলতদিয়া থেকে গোয়ালন্দ মোড়গামী ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৪ নম্বরের একটি কালো রঙের প্রাইভেটকার ফিলিং স্টেশনে এসে পাঁচ হাজার টাকার তেল নেয়। এরপর গাড়িতে থাকা ব্যক্তি টাকা পরিশোধ না করেই দ্রুত গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন।
তেলের টাকা আদায়ের জন্য ওয়েলম্যান রিপন সাহা গাড়িটির পেছনে দৌড়ে যান এবং একপর্যায়ে গাড়ির সামনে দাঁড়িয়ে সেটি থামানোর চেষ্টা করেন। এ সময় চালক গাড়িটি তার ওপর তুলে দিলে রিপন সাহা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রাইভেটকারটি দ্রুত স্থান ত্যাগ করে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় সাত মিনিটের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা যায়, আবুল হাসেম সুজন নিজে ফিলিং স্টেশন থেকে তেল নেন এবং একটি কাগজে কিছু লিখে তা ওয়েলম্যান রিপন সাহাকে দেখান। কিছুক্ষণ পর তিনি গাড়িতে উঠে বসেন। এরপর তেলের টাকা পরিশোধ না করে গাড়িটি চলতে শুরু করলে রিপন সাহা গাড়িটির সঙ্গে দৌড়ে সেটি আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি গাড়িটির নিচে চাপা পড়েন।
ঘটনার খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, ঘটনায় ব্যবহৃত ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আবুল হাসেম সুজন ও কামাল হোসেন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ