সংবাদ:
ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর নেতা আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, বিজেপি সরকার জনগণের সামনে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর দাবি করলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তাঁর মতে, দিল্লিতে ‘মোদির বোন’ সেজে অবস্থান করা শেখ হাসিনাকেই আগে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত।
সম্প্রতি ভারতের এক জনসভায় দেওয়া বক্তব্যে ওয়াইসি বলেন, মহারাষ্ট্র ও মুম্বাইয়ের মানুষকে বিজেপি সরকার জানাচ্ছে যে তারা বাংলাদেশিদের দেশে ফেরত পাঠিয়েছে। কিন্তু তিনি প্রশ্ন তোলেন—যদি সত্যিই তা হয়ে থাকে, তাহলে দিল্লিতে থাকা আরেকজনকে কেন ফেরত পাঠানো হচ্ছে না?
ওয়াইসি আরও বলেন, “আপনারা যদি চান তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক, তাহলে স্লোগান তুলুন—নারায়ে তাকবির, আল্লাহু আকবার।”
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, এর আগেও ওয়াইসি বাংলাদেশে ছাত্র–জনতার আন্দোলনের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছিলেন।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছিলেন, কংগ্রেস ও আরজেডি বিহারে তথাকথিত বাংলাদেশি ‘অনুপ্রবেশকারীদের’ আশ্রয় দিচ্ছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ